প্রশ্নপত্রে চিকিৎসক ‘লোভী’, চুয়াডাঙ্গায় বিক্ষোভ

চলমান মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্রের সৃজনশীলের একটি প্রশ্নে চিকিৎসককে ‘লোভী’ হিসেবে উল্লেখ করার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ করেছেন চিকিৎসকরা।
আজ রোববার দুপুরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে।
বিএমএ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মার্টিন হীরক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সিনিয়র কনসালটেন্ট ওয়ালিউর রহমান নয়ন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন আলী হোসেন, ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীবুল ইসলাম।
ঘণ্টাব্যাপী সমাবেশে বক্তারা এ ধরনের প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানান।
ওই প্রশ্নপত্রে উল্লেখ করা হয়, ‘জাহেদ সাহেব একজন লোভী ডাক্তার। অভাব ও দারিদ্র (এ শব্দটা হবে দারিদ্র্য) বিমোচন করতে গিয়ে তিনি সবসময় অর্থের পেছনে ছুটতেন। একসময় গাড়ি-বাড়ি, ধন-সম্পদ সবকিছুর মালিক হন। তবুও তাঁর চাওয়া-পাওয়ার শেষ নেই। অর্থ উপার্জনই তাঁর একমাত্র নেশা। অন্য দিকে তাঁর বন্ধু সগীর সাহেব তাঁর ধন-সম্পদ থেকে বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কাজে ব্যয় করেন। তিনি মনে করেন, সুন্দরভাবে জীবনযাপনের জন্য বেশি সম্পদের প্রয়োজন নেই।’
এই প্রশ্নপত্রের মধ্যে দিয়ে কোমলমতি শিক্ষার্থীদেরকে চিকিৎসাসেবা সম্পর্কে ভুল ধারণা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেন দেশের বিভিন্ন স্থানের চিকিৎসকরা।