গণবিক্ষোভে উত্তাল তুরস্ক, প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ঘোষণা করল সিএইচপি

তুরস্কে কারাবন্দি ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ চলছে। একইসঙ্গে রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) তাকে দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। খবর এএফপির।
ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেপ্তারের বিরুদ্ধে তুর্কি জনগণের অব্যাহত বিক্ষোভ চলছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীরা হাঁড়ি-পাতিল বাজিয়ে, আলো জ্বালিয়ে এবং "অধিকার, অধিকার, ন্যায়বিচার" স্লোগান দিয়ে ইমামোগলুর গ্রেপ্তারের প্রতিবাদ করছে।
সিএইচপি তাদের অভ্যন্তরীণ জরিপের ফলাফলের ভিত্তিতে একরেম ইমামোগলুকে ২০২৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তাদের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এক জরিপে দেখা গেছে, ইমামোগলু ১ কোটি ৩০ লাখ ২১১ হাজার ভোট পেয়েছেন। তাকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।
কারাগার থেকে এক বার্তায় ইমামোগলু বলেন, প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের প্রাথমিক নির্বাচনে উপস্থিতি ছিল অভূতপূর্ব। তিনি ১ কোটি ৫০ লাখ নাগরিক ভোট দেওয়ার কথা উল্লেখ করে বলেন, দমন-পীড়ন, অর্থনৈতিক দুরবস্থা, অদক্ষতা এবং বিশৃঙ্খলার শিকার হয়ে লাখ লাখ মানুষ এরদোয়ানকে "যথেষ্ট হয়েছে" বলেছে।
ইস্তাম্বুলের মেয়রের কারাদণ্ডের বিরুদ্ধে তুর্কি জনগণের বিক্ষোভের প্রতিক্রিয়ায় ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিরোধী দলের সদস্যদের অধিকার রক্ষা করা আঙ্কারা এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্কের একটি মূল উপাদান।
রোববার ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, একরেম ইমামোগলু এবং অন্য তুর্কি রাজনৈতিক ব্যক্তিত্বদের তৎপরতায় বাধা দেওয়া এবং তাদেরকে আটক করার ঘটনা গণতন্ত্রের ওপর বড় আঘাত।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, বেইলিকদুজু'র মেয়র দোজু মুরাত ছালিক এবং সিসলির মেয়র রসুল উমরেশাহানকেও তাদের পদ থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে। তুরস্কের পুলিশ এই পর্যন্ত এক হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।