হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে ক্লিনিকে, ৬ নারীর দণ্ড

মাগুরা সদর হাসপাতাল থেকে ছয় নারী দালালকে গ্রেপ্তারের পর তাঁদের অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি
মাগুরা সদর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া এবং রোগীর সহকারীদের কমিশনের বিনিময়ে বিভিন্ন ডায়াগনোস্টিক সেন্টার ও ওষুধের দোকানে নিয়ে যাওয়ার অপরাধে ছয় নারী দালালকে হাতেনাতে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ রোববার দুপুরে হাসপাতাল চত্বর থেকে ছয় নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়ে। নির্বাহী হাকিম পরিমল কুমার সরকার প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
মাগুরা ডিবির উপপরিদর্শক (এসআই) জানান, দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন মমতাজ বেগম, চন্দনা চক্রবর্তী, শিল্পী খাতুন, আনোয়ারা বেগম, অনিতা রানি ও আঁখি বেগম। এদের মধ্যে শিল্পী খাতুন ও মমতাজ বেগমকে জরিমানার টাকা পরিশোধ না করায় তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। বাকিরা টাকা পরিশোধ করেছেন।