শরণখোলায় পাউবোর বেড়িবাঁধ নদীতে বিলীন

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী গাবতলা অংশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৩৫/১ পোল্ডারের প্রায় ৩০০ মিটার বেড়িবাঁধ বলেশ্বর নদীতে ধসে পড়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আকষ্মিকভাবে বাঁধ ধসের ঘটনা ঘটে।
ভয়াবহ বাঁধ ধসের খবর শুনে এলাকার শত শত আতঙ্কিত নারী-পুরুষ তা দেখার জন্য সেখানে ছুটে যান।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ চলার মধ্যেই এমন ধসের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত বিকল্প ব্যবস্থা না নিলে জোয়ারে পানিতে ওই ইউনিয়নের বগী, চালিতাবুনিয়া, দক্ষিণ সাউথখালী, বুকলতলা, খূড়িয়াখালীসহ পাঁচটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বলেশ্বর নদের জোয়ারে ভেসে যাবে ওই গ্রামগুলোর শত শত ঘরবাড়ি, মাছের ঘের, পুকুর এবং হাজার হাজার একর জমির ফসল।
প্রত্যক্ষদর্শী বগী গ্রামের শাহজাহান হাওলাদার, দেলোয়ার খলিফা, আবদুর রাজ্জাক, বাবুল হাওলাদার, হানিফ মুন্সীসহ অনেকেই বলেন, তাঁরা বিকেলে চায়না কোম্পানির বাঁধ নির্মাণের কাজ দেখছিলেন। এ সময় হঠাৎ করেই বাঁধের বিশাল বিশাল অংশ নদীতে ধসে যেতে থাকে। মুহূর্তের মধ্যে প্রায় ৩০০ মিটার বাঁধ নদীতে ধসে পড়ে। এমন ধস তাঁরা আগে কখনো দেখেননি। তাঁরা আশঙ্কা প্রকাশ করে আরো বলেন, দ্রুত বিকল্প ব্যবস্থায় বাঁধ নির্মাণ করা না হলে রাতের জোয়ারেই ক্ষেতের ফসল, ঘরবাড়ি, মাছের ঘের, পুকুর সবই ভেসে যাবে।
বগী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. রিয়াদুল পঞ্চায়েত বলেন, ‘এমন ভয়াবহ বাঁধ ধস আমাদের এলাকায় এই প্রথম দেখলাম। প্রলয়ঙ্করী সিডরেও এমন ধসের ঘটনা ঘটেনি। বাঁধ ধস সাউথখালীর মানুষের মনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।’ তিনি বলেন, নদী শাসন না করেই চায়না কোম্পানি বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে। এতে বাঁধ টেকসই হবে কি না সে আশঙ্কা দেখা দিয়েছে।