এনটিভির ফরিদপুর প্রতিনিধির ওপর হামলা

স্কয়ার হাসপাতালের বিছানায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত এনটিভির ফরিদপুর প্রতিনিধি আরিফ ইসলাম। ছবি : এনটিভি
এনটিভির ফরিদপুর প্রতিনিধি আরিফ ইসলামের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আজ সোমবার বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয়ের দিকে যাওয়ার সময় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাঁকে আহতাবস্থায় ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
urgentPhoto
এরপর পথচারীরা আরিফ ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে দেন। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের বিছানায় শুয়ে আরিফ ইসলাম জানান, পেশাগত শত্রুতার জের ধরে এই হামলা হতে পারে। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে সঠিক ও নিরপেক্ষ সংবাদ তুলে ধরেছি। সেই সংবাদের পরিপ্রেক্ষিতে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই হামলার পেছনে নিশ্চয়ই তাদের হাত রয়েছে।’ এর আগেও অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁকে ফোনে হুমকি দিয়েছিল বলে জানান তিনি।