হাটহাজারীতে নদী সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন

চট্টগ্রামের হাটহাজারীতে চারিয়া এলাকায় হালদা নদী সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করেছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। আজ শুক্রবার সকালে হাটহাজারীর চারিয়ায় এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, হালদা নদী সেচ প্রকল্প সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন হলে তিন হাজার একর কৃষিজমিতে শুষ্ক মৌসুমে ফসল উৎপাদন সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রকল্প এলাকায় সুধী সমাবেশের আয়োজন করা হয়। সভায় পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এ কে এম শামসুল করিম, প্রকল্প পরিচালক সিদ্দিকুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউনুচ গনি, হাটহাজারী উপজেলার চেয়ারম্যান মাহাবুল আলম ও ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন বক্তব্য দেন।
পানি উন্নয়ন বোর্ড ২০ কোটি টাকা ব্যয়ে ছয় কিলোমিটার দীর্ঘ হালদা প্যারালাল খালের নিচ পাকাকরণ ও দুই পাশে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে অনাবাদি জমি ফসল উৎপাদনের আওতায় আনা হচ্ছে।