ভাষা দিবসের কর্মসূচিতে অংশ না নেওয়ায় প্রধান শিক্ষককে শোকজ

মোংলায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচিতে অংশ না নেওয়ায় এবং কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
মোংলার বিদ্যার বাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুকা ঢালীকে গত ২২ ফেব্রুয়ারি শোকজ করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পুষ্পজিৎ মণ্ডল।
আর অনুপস্থিতির কারণ কর্তৃপক্ষকে না জানানোর বিষয়টি রাষ্ট্রদ্রোহিতার শামিল উল্লেখ করে তাঁর বিরুদ্ধে কেন সরকারি কর্মচারী বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তা চার কার্য দিবসের মধ্যে জানানোর জন্য বলা হয়েছে। এ বিষয়ে সোমবার দুপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পুষ্পজিৎ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অনুকা ঢালীকে শোকজ করা হয়েছে। এখন পর্যন্ত তাঁর কাছ থেকে উত্তর পাওয়া যায়নি। তবে পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে প্রধান শিক্ষক অনুকা ঢালীর বক্তব্য পাওয়া যায়নি।