বেড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী কারাগারে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পাবনার বেড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজুল আলমকে আজ মঙ্গলবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।
দুদকের উপপরিচালক মো. আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রকৌশলী ফিরোজ দুদকের চোখ ফাঁকি দিয়ে আজ দুপুরে পাবনা স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ক্ষমতার অপব্যবহার, বেড়া সিঅ্যান্ডবি করমজা নতুনহাটের প্রায় আড়াই কোটি টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ এনে দুদকের পাবনা কার্যালয়ের উপসহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে ২০১৫ সালের ২৭ আগস্ট ও ৩১ আগস্ট বেড়া পৌর মেয়র আবদুল বাতেন, প্রকৌশলী ফিরোজুল আলমসহ ২১ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেন। ওই মামলাগুলোয় গত বছরের ২৩ মার্চ আদালতে অভিযোগপত্র দেয় দুদক।
ওই মামলায় বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেনসহ পাঁচজনকে গত বছরের ২৫ মে কারাগারে পাঠান আদালত। পরে জামিনে মুক্তি পান আবদুল বাতেন।