সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ শিশুর লাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের একটি সেপটিক ট্যাংক থেকে মুক্তা মনি নামে তিন বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধারের পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মুক্তা মনি ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মনিরুজ্জামান মিস্টারের একমাত্র মেয়ে। পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মনিরুজ্জামান মিস্টার ও প্রতিবেশী নাসির উদ্দীনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
মুক্তা মনির নানা জাহাঙ্গীর আলম জানান, গতকাল বুধবার বিকেলে মুক্তা বাড়ি থেকে বের হয়। এরপর তাকে খুঁজে পাওয়া যায়নি। মুক্তার সন্ধান পেতে মাইকিং করা হয়। আজ সকাল সাড়ে ৬টার দিকে প্রতিবেশী নাসির উদ্দিনের বাড়ির সেপটিক ট্যাংকে মুক্তার লাশের সন্ধান পাওয়া যায়। খবর দেওয়া হলে দামুড়হুদা মডেল থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বাবাসহ দুজনকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।