ফরিদপুরে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

ফরিদপুরের কানাইপুরের লক্ষ্মীপুরে ইটভাটার পাশে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সেলিম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত সেলিম ডাকাতদলের সর্দার। সেলিম মধুখালী উপজেলার গোপালপুর এলাকার মনিরউদ্দিন শেখের ছেলে।
পুলিশের ভাষ্যমতে, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে একদল ডাকাত কানাইপুরের লক্ষ্মীপুরে জড়ো হয়। খবর পেয়ে কোতোয়ালি ও মধুখালী থানার পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাতসর্দার সেলিম নিহত হয়। এ সময় মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম আহত হয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসান জানান, ডাকাতসর্দার সেলিমের বিরুদ্ধে ফরিদপুর সদর, মধুখালী, ভাঙ্গা, রাজবাড়ী ও মানিকগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।