১৬৫ শিক্ষার্থীকে নতুন স্কুলড্রেস দিল প্রশাসন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে নতুন স্কুলড্রেস দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় দামুড়হুদা ইউনিয়ন পরিষদ (ইউপি) বিদ্যালয়ের ১৪৫ জন ছাত্রছাত্রীকে নতুন পোশাক দেয়।
আজ মঙ্গলবার দুপুরে কোষাঘাটা স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন স্কুলড্রেস তুলে দেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাকী সালাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর জামাল হোসেন ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ পারভীন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জালাল উদ্দিন, প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক শাহনাজ পারভীন, সানজিদা খাতুন ও মুসলিমা খাতুন।
বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র সাব্বির হোসেন, তৃতীয় শ্রেণির শাপলা খাতুন, পঞ্চম শ্রেণির কানিজ ফাতেমা নতুন ড্রেস পেয়ে বলে, খুব ভালো লাগছে। এখন থেকে তারা নিয়মিত স্কুলে আসবে এবং পড়াশোনা করবে।
নতুন ড্রেস হিসেবে ৮০ জন ছাত্রকে ফুলপ্যান্ট ও জামা এবং ৬৫ জন মেয়েকে স্কার্ট ও জামা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, বিদ্যালয়ের ছেলেমেয়েদের উপস্থিতি বাড়াতে সরকারের পক্ষ থেকে নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে কোষাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন স্কুলড্রেস দেওয়া হলো।