পঞ্চগড়ে বিচারকের অপসারণ দাবিতে আইনজীবীদের আদালত বর্জন

পঞ্চগড় সদরের জ্যেষ্ঠ সহকারী জজ এ জি এম মনিরুল হাসান সরকারকে অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য তাঁর আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি।
পঞ্চগড়ের জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ এনে আজ বুধবার দুপুরে আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের বিশেষ সভায় এই ঘোষণা দেওয়া হয়।
বিচারক এ জি এম মনিরুল হাসান একই সঙ্গে জেলার বোদা, আটোয়ারী, তেঁতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত সহকারী জজের দায়িত্ব পালন করছেন। বিচারকের আদালত অনির্দিষ্টকাল বর্জনের ঘোষণায় দেওয়ানি মামলা পরিচালনায় অচলাবস্থা দেখা দিয়েছে।
আইনজীবী সূত্রে জানা গেছে, পঞ্চগড় সদর আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ এ জি এম মনিরুল হাসান সরকার গত মঙ্গলবার জ্যেষ্ঠ আইনজীবী ও সমিতির সাবেক সভাপতি মাহবুব উল হোসেনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আজ দুপুরে বিশেষ সভা আহ্বান করে জেলা আইনজীবী সমিতি। সভায় সর্বসম্মতিক্রমে জ্যেষ্ঠ সহকারী জজ এ জি এম মনিরুল হাসানের অপসারণের দাবিসহ তাঁর আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেওয়া হয়।
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম হাফিজ বলেন, ‘জ্যেষ্ঠ সহকারী জজ এ জি এম মনিরুল হাসান আদালতে জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব উল হোসেনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। আমরা এই বিচারকের অপসারণ না হওয়া পর্যন্ত তাঁর আদালত বর্জনের ঘোষণা দিয়েছি।’
তবে সরকারি কৌঁসুলি আফজাল হোসেন বলেন, ‘তিনি (জ্যেষ্ঠ সহকারী জজ এ জি এম মনিরুল হাসান) সততা ও দক্ষতার সঙ্গে বিচারকাজ পরিচালনা করে আসছেন। একই সঙ্গে তিনি পাঁচটি আদালতের কার্যক্রম পরিচালনা করছেন। তাঁকে অনেক চাপ সহ্য করে আদালত পরিচালনা করতে হচ্ছে। কথাবার্তায় একটু হেরফের হতেই পারে।’
আইনজীবীদের অভিযোগ প্রসঙ্গে বিচারক এ জি এম মনিরুল হাসান সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি।