সাংবাদিক আরিফের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুরে এনটিভির প্রতিনিধি আরিফ ইসলামের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় মানবন্ধন করেছে সাংবাদিকরা। আজ রোববার দুপুরে আলফাডাঙ্গা প্রেসক্লাব ও আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
গত ৮ জুন সোমবার বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয়ের দিকে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত সাংবাদিক আরিফ ইসলামের ওপর হামলা করে। আরিফের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তিনি বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসকদের অধীনে চিকিৎসা নিচ্ছেন।
আরিফ ইসলাম ফরিদপুর রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা, আমার দেশ পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি এবং ফরিদপুর শহর থেকে প্রকাশিত অনলাইন সংবাদপত্র ‘আমার ফরিদপুর’-এর সম্পাদক। তিনি ফরিদপুর প্রেসক্লাবে চারবার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
মানববন্ধনে বক্তারা বলেন, আরিফ ইসলামের ওপর হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এসব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আরিফ ইসলাম একজন নির্ভীক ও সাহসী সাংবাদিক। এর আগে সংবাদ লেখার অপরাধে একাধিকবার তাঁকে কারাবরণ করতে হয়েছে, যা সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক।
বক্তারা আরিফ ইসলামের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের বিচারের জন্য তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য দেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সাপ্তাহিক আলফাডাঙ্গা দর্পণের সম্পাদক প্রভাষক মোরাদ হোসেন তালুকদার, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাপ্তাহিক আমাদের আলফাডাঙ্গা পত্রিকার সম্পাদক সেকেন্দার আলম।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি খান আসাদুজ্জামান টুনু, মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস, সহসম্পাদক হেমায়েত এম আরিফ, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, মহিলা সম্পাদিকা সৈয়দা নাজনীন, দৈনিক ইনকিলাবের আলফাডাঙ্গা প্রতিনিধি আব্দুল মান্নান আব্বাছ, অর্থ সম্পাদক ও দৈনিক দিনকালের আলফাডাঙ্গা প্রতিনিধি ও আমার ফরিদপুরের প্রতিনিধি মো. শাহারিয়ার হোসেন, দৈনিক নবচেতনার প্রতিনিধি আবুল বাশার শেখ, দৈনিক খবরের মো. আলমগির কবির, দৈনিক ভোরের কাগজের মো. কবির হোসেন, দৈনিক মানব জমিনের প্রতিনিধি এরশাদ সাগর, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি আবুল বাশার, সাংবাদিক কামরুল হক ভূঁইয়া, হারুন-অর রশিদ, শাহিদুল ইসলাম, গোলাম আজম মনির, নাসির উদ্দিন, শাহিনুল ইসলাম, লায়েককুজ্জামান, মোজাহিদুল ইসলাম ও মনিরুজ্জামান মনির এবং বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস সালাম শেখ স্যানাল।