পঞ্চগড়ে ২ মাথাওয়ালা শিশুর জন্ম!

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে জন্ম হয়েছে দুই মাথাওয়ালা নবজাতকের। আজ মঙ্গলবার (১৩ মে) সকালে হাসপাতালের অপারেশন থিয়েটারে এই শিশুটির জন্ম দেন সদর উপজেলার প্রধানপাড়া গ্রামের গৃহবধূ সুরভি আক্তার।
জানা গেছে, গত ১০ মে সুরভি আক্তার প্রসব বেদনা নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। আজ সকালে তিনি দুই মাথাওয়ালা এক শিশুর জন্ম দেন। জন্মের পরপরই শিশুটিকে হাসপাতালের বিশেষ শিশু ইউনিট (স্ক্যানু) ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
চিকিৎসকরা জানান, এ ধরনের শিশুদের মৃত্যুর হার প্রায় ৬০ শতাংশ। প্রয়োজনীয় চিকিৎসা শেষে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও স্থানান্তর করা হবে।
শিশুটির বাবা মাজেদুর রহমান বলেন, ‘দুই মাথাওয়ালা শিশু আল্লাহ আমার ঘরে দিয়েছেন। সুস্থ হলেই বাসায় নিয়ে যাব।’
অস্ত্রপচারে অংশ নেওয়া চিকিৎসক সহকারী সার্জন ডা. নাছরিন পারভিন জানান, পঞ্চগড় হাসপাতালে এর আগে এমন ঘটনা ঘটেনি। শিশুটির দুটি মাথা থাকায় সিজার অপারেশনের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়েছে। অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু চিকিৎসক ডা. আবু সায়েম জানান, শিশুটির দুটি মাথায় নাক, কান, মুখ ও চোখ স্বাভাবিকভাবে রয়েছে। পরীক্ষায় দেখা গেছে, শিশুটির শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গও স্বাভাবিক অবস্থায় আছে।