চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০

চুয়াডাঙ্গায় পুলিশের দ্বিতীয় দিনের বিশেষ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার মধ্যরাত থেকে আজ সোমবার বেলা ২টা পর্যন্ত জেলার চার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানে চুয়াডাঙ্গা সদর থানা পাঁচজন, দামুড়হুদা মডেল থানা ছয়জন, জীবননগর থানা সাতজন ও আলমডাঙ্গা থানা দুজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও বাকিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।