বান্দরবানে ১২০০ ইয়াবা উদ্ধার, ২ যুবক গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/03/19/photo-1489862259.jpg)
বান্দরবানে পুলিশ অভিযান চালিয়ে এক হাজার ২০০ ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ইয়াবা ব্যবসায় জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার লামা উপজেলার লাইনঝিড়ি এলাকায় কুটুমবাড়ী রেস্টুরেন্ট থেকে এ দুজনকে গ্রেপ্তার করা হয়।
এঁরা হলেন কক্সবাজার জেলার চকরিয়ার বাসিন্দা মফিজুর রহমান (২৪) ও লামার নয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ সাকিব (২৪)।
জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে একটি সংঘবদ্ধ চক্র বান্দরবানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।
উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় তিন লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে লামা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। অভিযানে নেতৃত্ব দিয়েছেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর) মো. ইয়াছির আরাফাত এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিবি অপ্পেলা রাজু নাহা।