জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বান্দরবানে দুজন আটক
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাতে ওই দুজনকে আটক করা হয়।
আটক দুজন হলেন উত্তর বাইশারীর বাসিন্দা মোহাম্মদ আলম (৪৫) ও হলুদ্যাশিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রফিক (২৬)। থানা হেফাজতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ দাস জানান, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় নিহত দম্পতির সঙ্গে তাঁদের কারো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গত ১৬ মার্চ সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়েছিল। তাঁদের মধ্যে নিহত কামাল হোসেন ও জোবায়রা ইয়াসমিন দম্পতি বাইশারী ইউনিয়নের যৌথখামারপাড়া থেকে নয় মাস আগে নিখোঁজ হয়েছিলেন।