বান্দরবানে দীর্ঘদিন নিখোঁজ এক পরিবারের ছয়জন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/03/24/photo-1490329063.jpg)
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় একই পরিবারের তিনজনসহ ছয় ব্যক্তি দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সঙ্গে ওই ব্যক্তিদের দীর্ঘদিন ধরে যোগাযোগ নেই বলে দাবি করেছেন বাইশারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান।
নিখোঁজ এই ছয়জন হলেন—বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শফিক (৪৫), তাঁর স্ত্রী রুবি আক্তার (৪০) ও ছেলে সালমান (১৯), ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইউনুছ (৪০), আমির হোসেন (৩২) ও ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রুবেল (২২)। তাঁদের অনেকের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে বলে জানিয়েছে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবু মুসা।
আবু মুসা জানান, নিখোঁজদের খোঁজে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রশাসন ও জনপ্রতিনিধিরাও কাজ করছেন তথ্য যাচাই-বাছাইয়ে।
স্থানীয় বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় নিহত দম্পতি কামাল হোসেন ও জোবাইরা ইয়াসমিনের বাড়ির ঠিকানায় বাইশারীর যৌথ খামারপাড়ার নাম উঠে আসে। এ ঘটনায় বাইশারীতে নিখোঁজ ব্যক্তিদের তালিকা তৈরি এবং তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে নয়টি ওয়ার্ডে।
ইউপি চেয়ারম্যান আরো জানান, তালিকা তৈরির ঘোষণায় বাইরে অবস্থানরতরা নিজে এবং অভিভাবকরা জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করছেন। তবে একটি পরিবারের তিনজনসহ ছয়জনের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। তাঁরা কোথায় আছেন, কী করছেন এ নিয়ে কোনো ধরনের তথ্যই নেই। কিন্তু বিভিন্ন মামলায় আসামি হওয়ায় তাঁরা দীর্ঘদিন আগে গ্রাম ছাড়েন বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য আবু তাহের বলেন, সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় হতাহতের ঘটনার পর বাইশারীতে প্রাথমিক তদন্তে ৭০ ব্যক্তি বাইরে অবস্থানের খবর উঠে আসে। নিখোঁজদের অনেকের সঙ্গে পরিবারের যোগাযোগ রয়েছে। তাঁরা জনপ্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ করছেন। দীর্ঘদিন ধরে গ্রামছাড়া সবার ব্যাপারেই খোঁজখবর নেওয়া হচ্ছে।
এ বিষয়ে এসআই আবু মুসা জানান, নিখোঁজদের মধ্যে এখন পর্যন্ত ছয় ব্যক্তির কোনো ধরনের হদিস মিলছে না। তাঁরা কোথায় আছেন এবং জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জঙ্গি সম্পৃক্ততায় বাইশারী ইউনিয়নের নাম উঠে আসায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিখোঁজদের খোঁজে পুলিশের অভিযান চলছে।
গত ১৬ মার্চ সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত কামাল হোসেন ও জোবাইরা ইয়াসমিনের বাড়ি বাইশারীতে বলে জানিয়েছিল পুলিশ। এই দম্পতিসহ সাতজন ওই ইউনিয়নের যৌথ খামারপাড়া গ্রাম থেকে নয় মাস আগে নিখোঁজ হয়েছিলেন বলে তথ্য বেরিয়ে আসে।
২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি বাইশারী বাজারে বোমা বিস্ফোরণ, ১৩ মে বৌদ্ধ ভিক্ষু হত্যা এবং ৩০ জুন আওয়ামী লীগের এক নেতাকে হত্যার ঘটনা ঘটেছিল।