চুয়াডাঙ্গায় গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ১২

চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুরে জেআর পরিবহনের এই বাসটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুরে জেআর পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে বাসের ১২ যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃষ্টিতে রাস্তায় কাদা জমে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। সকালে মেহেরপুর থেকে ছেড়ে আসা জেআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ভালাইপুর এলাকায় একটি মোটরসাইকেলকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের ১২ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।