রাবিতে পরিবেশ দিবস উদযাপিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিনের পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউট চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরে একটি শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটে এসে শেষ হয়।
এর পর ইনস্টিটিউটের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইকবাল মতিন, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ড. মো. রেদওয়ানুর রহমান। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মো. শামসুল আলম বীর প্রতীকসহ বিভিন্ন বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের শিক্ষকরা।