আন্তর্জাতিক সংস্থায় গেলে সরকারের মুখোশ উন্মোচিত হতো : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক সংস্থাগুলোতে বারবার গেলে ইলিয়াছ আলীর খোঁজ না পেলেও সরকারে মুখোশ উন্মোচিত হতো।
আজ সোমবার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াছ আলীর গুম হওয়ার পাঁচ বছর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। ইলিয়াছের পরিবারকে আন্তর্জাতিক সংস্থার কাছে যাওয়ার আহ্বান জানান তিনি।
রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সিলেট বিভাগ সংহতি সম্মেলন এ আলোচনা সভার আয়োজন করে।
বিএনপি মহাসচিব বলেন, ‘ইলিয়াছ আলীর খোঁজে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলোতে যদি আমরা বারবার আঘাত করতাম, বারবার যেতাম তাহলে ইলিয়াছ আলীকে পাই না পাই এই সরকারের মুখোশ আন্তর্জাতিকভাবে অনেক বেশি উন্মোচিত হয়ে যেত।’
ইলিয়াছের পরিবারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘দয়া করে এই বিষয়গুলোকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেন। আমরা আপনাদের জন্য সর্বাত্মক সহযোগিতা করব।’
ফখরুল বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সারা দেশে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী গুম হয়েছে। এর মধ্যে ঢাকায় গুম হয়েছে ৫০ জন। আর দুই হাজার নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁদের উঠিয়ে নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলেও প্রতিটি অভিযোগই সরকার অস্বীকার করেছে।
এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ভারত আমাদের চাপ দেওয়ার ফলে, ভারতের কোনো কিছু চাওয়ার অধিকার আমাদের কাছে নেই। তাদের আবদার রক্ষায় আমরা সর্বদা সক্রিয় এবং সচেষ্ট। অথচ আমাদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে আমরা নতজানু, তার কারণ ক্ষমতা আমার বেশি প্রয়োজন।’
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে আলোচনা সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, ‘চাইয়ে তো পানি, মেলে ইলেক্ট্রিসিটি-কুচ তো মেলা। তো নিয়ে আসতে পারছেন কি জানেন, একটা হিন্দি ভাষা নিয়ে আসতে পারছেন- বাংলা ভাষার পরিবর্তে। উনি আর কিছু আনতে পারেননি।’