বিএনপিকে নির্বাচনে নেওয়ার চেষ্টা করতে বললেন ফখরুল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/04/20/photo-1492691218.jpg)
নিবন্ধনের ভয় না দেখিয়ে কীভাবে বিএনপিকে নির্বাচনে আনা যায় সে চেষ্টা করতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত গুম-খুনের বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় এ আহ্বান জানান মির্জা ফখরুল।
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ সব গুম-খুনের বিরুদ্ধে প্রতিবাদ সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার সরকারের কোনো নৈতিক ভিত্তি নেই। তিনি বলেন, ‘আজকে এই গুম, খুন, হত্যা, নির্যাতন- এটা আওয়ামী লীগ সরকারের এখন একটা হাতিয়ারে পরিণত হয়েছে।
প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে আবারও দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। কথা বলেন তিনি ভুটান সফর প্রসঙ্গেও। বলেন, ‘ভুটানে গেছেন তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) প্রতিবন্ধীদের একটি সেমিনারে, তিনদিনের আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধনের জন্য। কিন্তু দেশেই তিনি রাজনীতিকে পুরোপুরি প্রতিবন্ধী করে রেখে গেছেন। মানুষকে সম্পূর্ণভাবে পঙ্গু করে রেখে গেছেন। সেদিক থেকে তাঁর কোনো খেয়াল নেই।’
আগামী সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের প্রতি পরিবেশ সৃষ্টির আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘বিএনপিকে কি করে নির্বাচনে আনবেন সেই চেষ্টা করুন। ওই ভয় দেখিয়ে লাভ নেই বিএনপি নির্বাচনে না এলে নিবন্ধন বাতিল হবে, অমুক হবে, তমুক হবে। বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশের। বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।’
বিএনপির ঢাকা মহানগরের নতুন কমিটির অধীনে দলীয় নেতাকর্মীদের এ সময় সংগঠিত হওয়ার আহ্বান জানান মহাসচিব।