চট্টগ্রামে চার কারখানাকে জরিমানা

নোংরা পরিবেশে সেমাই তৈরির দায়ে চট্টগ্রামের তিনটি কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আর উৎপাদনের তারিখ না থাকার দায়ে আটা-ময়দা তৈরির একটি কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর চাকতাই রাজাখালী এলাকায় ওই অভিযান চালান। আদালত সেখানকার দুই আম মার্কা সেমাই কারখানাকে ৩০ হাজার টাকা, এম হোসেন ট্রেডার্সকে ৩০ হাজার ও তাহের ফ্লাওয়ারকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অন্যদিকে আটা ময়দার প্যাকেটে উৎপাদনের তারিখ ও মেয়াদ না থাকায় ফাইরুজ ফ্লাওয়ার নামের একটি আটা ময়দার কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট আশরাফুল।
অন্যদিকে ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিনের নেতৃত্বে পরিচালিত অপর এক ভ্রাম্যমাণ আদালত নগরীর আগ্রাবাদ এলাকায় গ্রিলে নামক একটি পানির দোকানকে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় সিলগালা করে দেন। একই আদালত ব্যাপারীপাড়ায় মাংসের দোকানে অভিযান চালিয়ে ওজনে কম দেওয়ার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি মুদি দোকানকে দুই হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন।