মৃত্যুর আট মাস পর যুবকের লাশ উত্তোলন

মাগুরা জেলার শালিখা উপজেলার পুখুরিয়া গ্রাম থেকে মৃত্যুর প্রায় আট মাস পর কবর থেকে হাবিবুর রহমান (১৯) নামে এক যুবকের লাশ উত্তোলন করা হয়েছে।
শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামের ভ্যানচালক আখের আলীর ছেলে হাবিবুর রহমান আড়পাড়া ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল।
২০১৬ সালের ৩০ আগস্ট পুকুরিয়া গ্রামের এক পরিত্যক্ত বাগান থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় হাবিবুর রহমানের লাশ উদ্ধার করে শালিখা থানা পুলিশ। লাশের ময়না তদন্ত ছাড়ায় দাফন সম্পন্ন করা হয় বলে এলাকাবাসী জানিয়েছে। পরে নিহত হাবিবুর রহমানের বাবা আখের আলী বাদী হয়ে মাগুরার আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারের বাবা উল্লেখ করেন, ছেলে হাবিবুর আত্মহত্যা করেনি। তার মৃত্যু রহস্যজনকভাবে হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এরপর ডিএনএ পরীক্ষার জন্য কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী আজ সোমবার কবর খুঁড়ে হাবিবুর রহমানের লাশ উত্তোলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাগুরা জেলা নির্বাহি ম্যাজিট্রেট নিতিশ চন্দ্র, শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, এসআই আশিকুল ইসলাম, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস।