রেলিং ভেঙে পিকআপ ভ্যান নদীতে

চট্টগ্রামের দোহাজারীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাঙ্গু নদীর রেলিং ভেঙে একটি সবজিবাহী পিকআপ ভ্যান নদীতে পড়ে গেছে। আজ রোববার ভোর রাত সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পিকআপ ভ্যানে থাকা এক কিশোরী নিখোঁজ হয়েছে বলে এর চালক ও তাঁর সহকারী জানিয়েছেন।
আজ রোববার ভোর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা চেষ্টা করেও নদীতে পড়ে যাওয়া গাড়ি ও কিশোরীর সন্ধান পায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক ও চালকের সহকারী নদী থেকে উঠতে পেরেছেন। তাঁরা জানান, ওই পিকআপ ভ্যানে হানিফা আক্তার (১৫) নামের এক কিশোরী ছিল। তাকে পাওয়া যাচ্ছে না।
খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাৎ হোসেনের নেতৃত্বে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও স্রোতের তীব্রতা বেশি থাকায় উদ্ধার অভিযান শুরু করতে পারেনি। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মালেকের নেতৃত্বে ডুবুরিদল এলেও প্রবল স্রোতের কারণে তাঁরা নদীতে নেমে গাড়ি বা নিখোঁজ কিশোরীর সন্ধান করতে পারেননি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল মালেক বলেন, ‘আমরা সকাল থেকে উদ্ধার অভিযানের জন্য তৈরি হয়ে আছি। প্রচণ্ড স্রোতের কারণে অভিযান বিলম্বিত হচ্ছে। এখনো পর্যন্ত নিখোঁজ গাড়ির অবস্থান নিশ্চিত করতে পারিনি।’
এদিকে এ ঘটনার পর থেকে থেকে উৎসুক জনতা দোহাজারী ব্রিজের ওপর ভিড় করায় চট্টগ্রাম-কক্সকাজার মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে দোহাজারী হাইওয়ে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।