পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ, মিলল লাশ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে মো. আরজুল্লাহ (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে জীবননগর থানা পুলিশ। এর আগে গত শনিবার আরজুল্লাহকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
নিহত আরজুল্লাহের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামে।
নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ২৭ মে রাতে নেহালপুর গ্রামে একটি দোকান থেকে পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি আরজুল্লাহকে তুলে নিয়ে যায়। এরপর তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পুলিশকে বিষয়টি মৌখিকভাবে জানানো হয়।
নিহতের ভগ্নিপতি তুহিন জানান, আরজুল্লাহ কৃষি কাজ করতেন। কী কারণে, কারা তাঁকে তুলে নিয়ে গিয়েছিল তা জানা যায়নি। সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পরে স্থানীয় ইউনিইয়ন পরিষদ (ইউপি) মেম্বার আক্কাছ আলী লাশ শনাক্ত করেন।
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, আরজুল্লাহকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে পুলিশ পরিচয় তুলে নেওয়ার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।
সদর ওসি তোজাম্মেল হক জানান, নিহতের পরিবার থেকে এ ব্যাপারে কোনো অভিযোগ করা হয়নি।