বাড়িতে ঢুকে বাবা-মেয়েকে কোপাল দুর্বৃত্তরা

মাগুরা সদর উপজেলার আঠারো খাদা ইউনিয়নে বাড়িতে ঢুকে বাবা-মেয়েকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত বাবা বিনয় বিশ্বাস (৪৫) ও মেয়ে রমা বিশ্বাসকে (১৬) মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন বিনয় বিশ্বাস জানান, ২০১৫ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় তাঁর মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে প্রতিবেশী সজীব মোল্লার নামে মামলা করেন তিনি। সে সময় স্থানীয়দের মধ্যস্থতায় ওই মামলাটি তুলে নেওয়া হয়। এর পর থেকে প্রতিনিয়ত সজীব ও তার সঙ্গীরা তাঁদের বিভিন্নভাবে ক্ষয়ক্ষতির হুমকি দিয়ে আসছিল। গতকাল রাত ১০টার দিকে সজীব, তার ভাই নাজমুলসহ অজ্ঞাতপরিচয় আরো দু-তিনজন তাঁদের বাড়িতে ঢুকে তাঁর সদ্য এসএসসি পাস করা মেয়েকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে তিনি এগিয়ে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপাতে থাকে। এ সময় তাঁকে বাঁচাতে গেলে মেয়েটিকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাতেই তাঁদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হোসেন আল মাহবুব জানান, ঘটনার পর নাজমুল, সজীব ও সবুজ নামের তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।