বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

বরিশালে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।
দুর্ঘটনার বিষয়ে গৌরনদী হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর অশোক চন্দ্র জানান, আজ রোববার ভোরে বেজগাতি এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের জেহের আলী (৪০) এবং মির্জাপুর গ্রামের নুরুল ইসলাম (৪২)।
তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের ফরিদপুর ও গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল হোসেন জানান, ভোরে খুলনা থেকে পটুয়াখালীগামী বিদ্যুতের খুঁটিবোঝাই একটি ট্রাক চাকা পাংচার হওয়ায় বেজগাতি এলাকায় সড়কের পাশে রেখে মেরামতের কাজ চলছিল। এ সময় ঝিনাইদহ থেকে আসা বাকেরগঞ্জগামী একটি ট্রাক চালক নিয়ন্ত্রণ হারালে পেছন দিক থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়।
এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই জেহের আলী ও নুরুল ইসলাম নিহত হন। আহত হন অন্তত ছয়জন। হতাহতদের মধ্যে চালকসহ চারজন ট্রাকের কেবিনে এবং বাকিরা কেবিনের পেছনে ফাঁকা জায়গায় ছিলেন। খবর পেয়ে ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।