বাংলাদেশি নাগরিককে নিয়ে গেছে বিএসএফ

চুয়াডাঙ্গার সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ওই ঘটনা ঘটে। ওই কৃষকের নাম আবু বকর (৪৩)।
স্থানীয় বাসিন্দারা জানায়, ঠাকুরপুর সীমান্তের ৮৯ মেইন পিলারের কাছাকাছি গবাদি পশু চরানোর সময় ভারতের হাটখোলা বিএসএফ ক্যাম্প সদস্যরা আবু বকরকে ধরে নিয়ে যান।
চুয়াডাঙ্গার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক মোহাম্মদ রাশিদুল আলম জানিয়েছেন, ঠাকুরপুরের আবু বকরকে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে তিনি জেনেছেন।
রাশিদুল আলম জানান, তবে ওই এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় সীমান্তের কোন অংশ থেকে বকরকে ধরা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তিনি আরো জানান, এরই মধ্যে তাকে ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডারে পর্যায়ে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে।