বরিশালে গৃহবধূকে গলা কেটে হত্যা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কাজলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ সুরাইয়া বেগম (৩৫) ওই এলাকার সজীব ধরানীর স্ত্রী। এ ঘটনায় ওই নারীর ভাসুর মোফাজ্জেল ধরানীকে আটক করেছে পুলিশ।
বাকেরগঞ্জ থানার শর্ষী তদন্ত কেন্দ্রের পরিদর্শক আনোয়ার হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে সুরাইয়া আক্তারকে কুপিয়ে হত্যা করেন তাঁর ভাসুর মোফাজ্জেল ধরানী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে আটক করা হয়েছে।
আনোয়ার আরো জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালের শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) পাঠানো হয়েছে।