নাগরদোলায় উঠে সেলফি, নিচে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গায় নাগরদোলায় উঠে সেলফি তুলতে গিয়ে নিচে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের পুলিশ পার্কে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম ইসতিয়াক আহমেদ রিদু (১৩)। সে শহরের কোর্টপাড়ার বাসিন্দা চুয়াডাঙ্গা যুগ্ম জেলা জজ আদালতের এপিপি ও অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ উজ্জ্বল ও শাহীন আরা পারভীন রূপালী দম্পতির একমাত্র সন্তান। সে চুয়াডাঙ্গার ভি জে সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত।
ঘটনার প্রত্যক্ষদর্শী পুলিশ পার্ক ক্যান্টিনের পরিচালক মো. সুজন জানান, সন্ধ্যা ৬টার দিকে রিদু নাগরদোলার ওপর উঠে মোবাইলে ছবি তুলতে গিয়ে মাটিতে পড়ে আহত হয়। এরপর তাকে সদর হাসপাতালে নেওয়া হয়।
সদর হাসপাতালের চিকিৎসক কানিজ নাঈমা জানান, মাথায় গুরুতর আঘাতের কারণে ওই ছাত্রের মৃত্যু হয়েছে।
এদিকে এপিপির একমাত্র সন্তানের মৃত্যুর খবর পেয়ে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ও জেলা আইনজীবী সমিতির নেতারা তাঁর বাসায় ছুটে যান।