ফেনীতে এনটিভির ‘প্রতিষ্ঠার ১৫ বছর’ পালিত

ফেনীতে এনটিভির ‘প্রতিষ্ঠার ১৫ বছর’ পালিত হয়েছে। সোমবার বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে এই অনুষ্ঠান পালিত হয়।
অনুষ্ঠানে ফেনীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, সদর উপজেলার চেয়ারম্যান আবদুর রহমান বিকম, পৌরসভার মেয়র হাজি আলাউদ্দিন, ব্যবসায়ী নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জাতীয় মহিলা সংস্থার সভাপতি খাদিজা আক্তার রুনা, দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক সাহাদাত হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহজালাল রতনসহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন স্থানীয় দৈনিক পত্রিকাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে ফেনী প্রতিনিধি ওছমান হারুন মাহমুদের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হয়।