পাটক্ষেতে মিলল নিখোঁজ শিশুর লাশ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একটি পাটক্ষেত থেকে ১০ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুটির নাম ইসমাইল হোসেন।
গতকাল সোমবার সকালে কালীগঞ্জ ইউনিয়নের তালিয়ান গ্রামের একটি পাটক্ষেত থেকে ইসমাইলের লাশটি উদ্ধার করে পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গত রোববার বিকেলে শিশু ইসমাইল হোসেন তার সৎ বাবার সঙ্গে বাড়ির পাশের মাঠে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। গতকাল সকালে পাটক্ষেতে ইসমাইলের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সেইসঙ্গে তার সৎ বাবা ফারুক হোসেনকে আটক করে পুলিশেও সোপর্দ করেন তাঁরা।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে জানিয়ে ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে ওই পাটক্ষেতে ফেলে রাখা হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।