কুড়িগ্রাম সীমান্ত থেকে ১৪টি ভারতীয় গরু জব্দ, আটক ১
কুড়িগ্রামে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। সেই সঙ্গে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার ভোরে ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় ও দিয়াডাংগা সীমান্তে এই অভিযান চালানো হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় সাতটি গরুসহ একজনকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শালঝোড় বর্ডার আউটপোস্টের (বিওপি) হাবিলদার মো. হারুণ উর রশিদের নেতৃত্বে একটি টহল দল আজ ভোররাতে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৮৬/৬ এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের ভেতরে দক্ষিণ ধলডাংগা এলাকায় অবস্থান নেন। কিছু সময় পর এক ব্যক্তি গরু নিয়ে টহলদলের কাছাকাছি আসেন। তবে বিজিবির সদস্যদের দেখা মাত্রই গরু রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। তবে দ্রুত তাঁকে আটক করেন বিজিবির সদস্যরা।
আটক ব্যক্তির নাম মো. আনোয়ার হোসেন (২৬)। তিনি ভুরুঙ্গামারী উপজেলার উত্তর তিলাই গ্রামের বাসিন্দা। জব্দ হওয়া সাতটি গরুর দাম আনুমানিক এক লাখ ৪০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
অন্যদিকে দিয়াডাংগা বিওপির হাবিলদার মো. মোশারফ হোসেনের নেতৃত্বে আজ ভোরে আন্তর্জাতিক পিলার নম্বর ৯৮০ থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের ভেতর থেকে সাতটি ভারতীয় গরু আটক করে। আটক গরুর আনুমানিক দাম ছয় লাখ টাকা।
কুড়িগ্রামের ৪৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আউয়াল উদ্দীন আহমেদ জানান, আটক আনোয়ারকে ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করা হয়েছে। সেই সঙ্গে জব্দ হওয়া গরু শুল্ক বিভাগের কর্মকর্তার উপস্থিতিতে নিলামে তোলা হবে বলেও জানান তিনি।