সুন্দরবনে অস্ত্রসহ দুই ‘বনদস্যু’ আটক

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক দুজন বনদস্যু গুরু বাহিনীর সদস্য বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বুধবার দুপুরে নন্দবালা খাল থেকে দুজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদসংলগ্ন নন্দবাল খালে বৈরী আবহাওয়ার কারণে বৈঠাচালিত একটি নৌকায় বনদস্যু গুরু বাহিনীর সদস্যরা অবস্থান করছে বলে তাঁদের কাছে খবর আসে। এ খবরের ভিত্তিতে আজ দুপুরে ওই এলাকায় বিশেষ অভিযান চালান র্যাব সদস্যরা।
এ সময় র্যাব সদস্যরা ছদ্মবেশে জেলে নৌকায় করে গিয়ে দস্যুদের নৌকাটি ঘিরে ফেলার পর ওই নৌকা থেকে বনদস্যু গুরু বাহিনীর প্রধান আলিফ মোল্লা ও আকরাম সানাকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দুটি একনলা বন্দুক, দুটি দোনলা বন্দুক, একটি এলজি ও ৬৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
আটক এ দুই ব্যক্তির বাড়ি বাগেরহাটের রামপালে। তাঁদের মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।