ফেনীতে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

ফেনীতে তথাকথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় আরো এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়।
আজ বুধবার ভোররাতে ফেনী সদর থানার লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন র্যাব-৭ সিপিসি-১-এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম।
র্যাব কর্মকর্তা দাবি করেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় যানবাহনে ডাকাতি হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টহল দল সেখানে পৌঁছায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যায়।
আহত একজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। র্যাব ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হতাহতদের পরিচয় জানানো হয়নি। তবে হাসপাতাল সূত্র জানায়, নিহত ব্যক্তির নাম ফয়সল (৩৫) এবং আহতের নাম নূর হোসেন সেলিম।