ভোটকেন্দ্র দখলে গুলি, একজন আটক

বরিশালে মেহেন্দীগঞ্জ উপজেলায় লতা ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের সময় গুলি করার ঘটনায় অবসরপ্রাপ্ত এক মেজরকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছে থাকা একটি পিস্তল ও ৪২টি গুলিও জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় লতা ইউনিয়নের গৌরীপুর গ্রামের এক নম্বর কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে দুই আনসার সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বরিশাল জেলার সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, সকালে ভোটগ্রহণ শুরু হতেই অবসরপ্রাপ্ত মেজর মো. মহসীন সিকদার (৬০) লতা ইউনিয়নের এক নম্বর কেন্দ্রে তার আত্মীয় ইউপি সদস্যপ্রার্থী (মোরগ মার্কা) স্বপন তালুকদারের পক্ষে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত দুই আনসার সদস্য তাঁকে বাধা দিলে তিনি তাঁদের মারধর করেন। এ সময় পুলিশের সঙ্গে মহসীন সিকদারের বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তিনি তাঁর পিস্তল থেকে একটি ফাঁকা গুলি ছোড়েন। পরে পুলিশ মহসিনকে ঘটনাস্থল থেকে আটক করে তাঁর কাছ থেকে ১০০ টাকার একটি বান্ডেল এবং ৫০০ টাকার ৩৪টি নোট উদ্ধার করে।
পুলিশ জানায়, এর কিছু সময় পর মো. মহসীন সিকদারের বাসায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও ম্যাগাজিন ভর্তি তিনটি গুলিসহ মোট ৪২টি গুলি এবং কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তবে এসব অস্ত্র বা গুলির কোনো প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি তিনি। এ ছাড়া নির্বাচনের সময় অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা থাকার পরও তিনি ভোটকেন্দ্রে কেন অস্ত্র নিয়ে গেছেন সে প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারেননি সাবেক এই সেনা কর্মকর্তা।
পুলিশ কর্মকর্তা আবুল বাশার আরো জানান, মো. মহসীন সিকদারের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও সরকারি কর্মকর্তাদের মারধর, অস্ত্রের অবৈধ ব্যবহারসহ বেশ কয়েকটি ধারায় মামলা করা হবে।