‘কীর্তনখোলায় ছড়িয়েছে লাখ লিটার তেল’

বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী জাহাজ ও কার্গোর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় প্রায় এক লাখ লিটার তেল নদীতে পড়েছে বলে জানিয়েছেন জাহাজের প্রকৌশলী শহিদুল ইসলাম। তিনি জানান, এখন তেল পড়া বন্ধ হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কীর্তনখোলা নদীর চরকাউয়া পয়েন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চরকাউয়া পয়েন্টে তেলবাহী জাহাজ এমটি ফজলের সঙ্গে মালবাহী কার্গো এমভি মায়ের দোয়া ২-এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তেলবাহী জাহাজটির সম্মুখভাগ বেশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ওই অংশ দিয়ে তেল বের হয়ে তা নদীতে ছড়িয়ে পড়ে।
জাহাজ এমটি ফজলের প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ‘জাহাজটিতে সাড়ে নয় লাখ লিটার ডিজেল ও তিন লাখ লিটার পেট্রল ছিল। সংঘর্ষে জাহাজের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় এক লাখ লিটার তেল নদীতে পড়েছে। ক্ষতিগ্রস্ত লুপ থেকে তেল অন্য লুপে স্থানান্তর করা হয়েছে।
এদিকে, নৌকা নিয়ে স্থানীয় লোকজন নদীতে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করছে।