দুই নদীর বাঁধে ভাঙন, ফেনীর নয় গ্রাম প্লাবিত

ফেনীতে দুই নদীর বাঁধ ভেঙে নয়টি গ্রাম প্লাবিত হয়েছে। ছবি : এনটিভি
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার মুহুরী ও কহুয়া নদীর বাঁধ ভেঙে নয়টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, মুহুরী ও কহুয়া নদীর বাঁধ পাঁচটি এলাকায় ভেঙে গেছে।
মুহুরী নদীর পানি আজ শুক্রবার দুপুর ১২টায় পরশুরাম পয়েন্টে বিপৎসীমার দুই মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে ফুলগাজী বাজার।
এলাকার দায়িত্বপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আরিফ উর রহমান জানান, উজান থেকে পানি আসা অব্যাহত আছে। বাঁধের আরো তিন-চারটি স্থানে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। পানির বেগ বাড়লে এ স্থানগুলোতেও ফাটল দেখা দেওয়ার আশঙ্কা আছে।
এ ছাড়া অবিরাম বৃষ্টির কারণে ফেনী পৌর এলাকার একাডেমি সড়ক, পাছগছিয়া সড়ক, শান্তি রোডসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে পৌরবাসীর ভোগান্তি চরমে উঠেছে।