হোমিও চিকিৎসক হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল, ছুরি উদ্ধার

হোমিও চিকিৎসক হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল পাওয়া যায় পুকুরে। ছবি : এনটিভি
ঝিনাইদহে ধর্মান্তরিত হোমিও চিকিৎসক ছমির উদ্দিন খাজা হত্যার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও ছুরি উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার ডেফোলবাড়িয়া গ্রামের একটি পুকুর থেকে এগুলো উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, ২০১৬ সালের ৭ জানুয়ারিতে সদর উপজেলার বেলেখাল বাজারে নিজ চেম্বারে বসে থাকা অবস্থায় সন্ত্রাসীরা ছমির উদ্দিন খাজাকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। পরদিন তাঁর ছেলে বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার হওয়া শিবিরকর্মী এনামুলের স্বীকারোক্তি মোতাবেক সদর উপজেলার ডেফোলবাড়িয়া গ্রামের একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও ছুরি উদ্ধার করা হয়।