ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/07/13/photo-1436807026.jpg)
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় আজ সোমবার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন অভিযান চালানো হয়। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নয়টি অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেন। এ সময় কয়েকটি বিল বই জব্দ করা হয়।
অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির লিমিটেডের ব্যবস্থাপক (সেবা) প্রকৌশলী মো. আবু জাফর উপস্থিত ছিলেন।
বাখরাবাদ গ্যাস কোম্পানির এক শ্রেণির অসাধু কর্মকর্তা কর্মচারী ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজসে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছে এলাকাবাসী। এতে সরকার হারাচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহাম্মেদ এনটিভি অনলাইকে জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।