এখনও গ্রেপ্তার হয়নি ধর্ষণ মামলার আসামি শংকর, নিরাপত্তাহীনতায় শিশুটির পরিবার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/kottaaliipaarraa_thaanaa_0.jpg)
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধর্ষণের শিকার হওয়া চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেছেন। মামলার চার দিন পার হলেও এখনও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত শংকর পান্ডে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের মাচারতারা গ্রামের শংকর পান্ডে (২৭) স্থানীয় এক দিনমজুরের ঘরে ঢুকে তার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে তার মা এগিয়ে এলে লম্পট শংকর পান্ডে পালিয়ে যায়। ওই ছাত্রী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করছে। ঘটনার পর থেকে ছাত্রীটির স্কুলে যাওয়া বন্ধ রয়েছে বলে পারিবারিক ও বিদ্যালয়সূত্রে জানা গেছে। এর আগেও তার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শিশুটির মা বলেন, ঘটনার দিন দুপুরে স্বামীর সাথে আমি বাড়ির পাশের কৃষি জমিতে কাজ করছিলাম। আমার অন্য সন্তানেরা পাশের বাড়িতে খেলা করছিল। স্কুল বন্ধ থাকায় ৯ বছর বয়সী আমার বড় সন্তান একা বাড়িতে ছিল। এই সুযোগে শংকর পান্ডে ঘরে ঢুকে আমার মেয়েকে ধর্ষণ করে।
শিশুটির মা আরও বলেন, এ ঘটনায় আমি গত রোববার (৯ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেছি। মামলাটি আদালত আমলে নিয়ে কোটালীপাড়া থানাকে এফআইআর করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এই মামলা করার পর থেকে মামলা প্রত্যাহারের জন্য শংকরের পরিবার থেকে আমাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে কথা বলার জন্য শংকরের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার বড় ভাই সুরঞ্জন পান্ডে জানান, শংকর কোথায় আছে তা তিনি জানেন না। ধর্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি কোন জবাব দিতে রাজি হননি।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বলেন, আমরা এখনও আদালতের মামলার কপি পাইনি। মামলার কপি পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।