পঞ্চগড়ে পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকায় পুকুরের পানিতে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
নুরুজ্জামান (১৭) নামের ওই কলেজছাত্র ঠাকুরগাঁও জেলার নারগুন কহরপাড়া গ্রামের প্রয়াত মহির উদ্দিনের ছেলে। সে ঠাকুরগাঁও সরকারি কলেজে বিএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার সকালে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের কহরপাড়া গ্রামে খালার বাড়িতে গিয়েছিল নুরুজ্জামান। দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় সে। এ সময় আশপাশে কেউ ছিল না। পরে তার কোনো খোঁজ না পাওয়ায় গ্রামের লোকজন পুকুরে জাল ফেলে। সেই জাল দিয়ে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
অমরখানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান কলেজছাত্রের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।