বান্দরবানে জামায়াত নেতার হামলায় সাংবাদিক আহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/08/30/photo-1504060670.jpg)
বান্দরবান সদর উপজেলার বালাঘাটা এলাকায় জামায়াতে ইসলামীর এক নেতার হামলায় আবদুল মালেক (৪১) নামের এক সাংবাদিক আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত ১০টার কিছু আগে এ ঘটনা ঘটে।
আবদুল মালেক বন্ধ হয়ে যাওয়া দৈনিক আমার দেশ পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি ছিলেন। তিনি আরেকটি অনলাইন পোর্টালে কাজ করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা সদরের বালাঘাটায় রোয়াংছড়ি স্টেশন এলাকায় পূর্বশত্রুতার জের ধরে জামায়াতের বান্দরবান সদর উপজেলা শাখার সভাপতি বদিউল আলম দলবল নিয়ে সাংবাদিক আবদুল মালেকের ওপর হামলা চালান। পরে স্থানীয় লোকজন মালেককে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেছে।
এ ঘটনায় পুলিশ জামায়াত নেতা বদিউল আলমকে আটক করেছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, হামলার পর জামায়াত নেতা বদিউলকে আটক করা হয়েছে। অন্য হামলাকারীদেরও আটকের চেষ্টা চলছে।