চুয়াডাঙ্গায় ৮ ডাকাত আটক

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি এলাকা থেকে আন্তজেলা ডাকাতদলের আট সদস্যকে আটকের দাবি করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ১০টায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) নিজাম উদ্দিন তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কোরবান আলী, লোকমান আলী, তরিকুল ইসলাম, লাল চাঁদ, সোহানুর রহমান, আজিজুল ইসলাম, আবু বকর সিদ্দিক ও লালমনিরহাটের শহীদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে এসপি জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় হিজলগাড়ি বাজারের একটি খাবার হোটেল থেকে তাঁদের আটজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি রিভলবার ও বোমা তৈরির উপকরণ, আটটি মোবাইল ফোন, চারটি টর্চলাইট, পাঁচটি স্কচটেপ, মার্বেল ও দুই বান্ডিল সুতলি উদ্ধার করা হয়।
এসপির দাবি, এই ডাকাতদল সোমবার দিবাগত রাতে জীবননগর উপজেলার কর্চাডাঙ্গায় ডাকাতি করতে গিয়েছিল। তবে তাৎক্ষণিক গোয়েন্দা পুলিশের উপস্থিতিতে তা ব্যর্থ হয়ে যায়। গোয়েন্দাদের প্রচেষ্টায় শেষ পর্যন্ত তাঁদের আটক করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. কলিমুল্লাহ, সহকারী পুলিশ সুপার আহসান হাবিব ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক নাজমুল হুদা।