‘রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় বিশ্ববাসী শেখ হাসিনার পাশে’

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় রাজাকার, জামায়াত ও বিএনপি চক্র বাদ দিয়ে দেশবাসী, বিশ্ববাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের পাশে ঐক্যবদ্ধ।
আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে কক্সবাজারের কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।
এর আগে জাসদ সভাপতির নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধিদল উখিয়া উপজেলার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে ১০ হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
ইনু বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে তিন উদ্যোগ হলো- শেখ হাসিনার শান্তির উদ্যোগ, গণমাধ্যমের বলিষ্ঠ উদ্যোগ এবং কূটনৈতিক উদ্যোগ। এ তিন উদ্যোগের মধ্য দিয়েই রোহিঙ্গা সমস্যার সমাধান খুঁজে বের করা সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আকতার, কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাসদ স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।