ভটভটির ধাক্কায় প্রাণ গেল শিশুর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত যান ভটভটির ধাক্কায় ছয় বছরের এক শিশু নিহত হয়েছে।
আজ সোমবার বিকেল ৫টার দিকে আঠারোখাদা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম তানিয়া খাতুন (৬)। সে আঠারোখাদা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে শিশু তানিয়া রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি ভটভটি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তানিয়াকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সেলিমা আক্তার শিশু তানিয়াকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, স্বজনরা যখন শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন তখনই সে মৃত ছিল। অর্থাৎ দুর্ঘটনার পরপরই সম্ভবত সে মারা গেছে।