চুয়াডাঙ্গায় বিল থেকে মিলল নিখোঁজ চা-বিক্রেতার লাশ

চুয়াডাঙ্গা সদর উপজেলায় এক চা-বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাটিকাডাঙ্গা গ্রামের মধুবিল থেকে ফারুক হোসেন (৪৫) নামের ওই চা-বিক্রেতার লাশ উদ্ধার করে তিতুদহ ফাঁড়ির পুলিশ।
নিহত ফারুক হোসেন বাটিকাডাঙ্গা গ্রামের মাঝের পাড়ার বাসিন্দা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার বিকেলে বাটিকাডাঙ্গা গ্রামের মধুবিলে এক ব্যক্তির বিবস্ত্র গলিত লাশ ভেসে ওঠে। পরে ফারুক হোসেনের স্বজনরা লাশটি শনাক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এক মাস ১৩ দিন আগে ফারুক হোসেন বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পায়নি। বৃহস্পতিবার তাঁর লাশ পাওয়া গেল।