চট্টগ্রামে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের পটিয়া উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। আজ মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার সড়কের শান্তিরহাট পেট্রল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোক্তার হোসেন (২২) ও নয়ন (১৩)। তবে তাদের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি পুলিশ।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল আজম জানান, দ্রুতগামী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে পাঁচজন গুরুতর আহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হামিদ জানান, আহত পাঁচজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন। তিনজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।