মামলা থেকে স্বজনদের অব্যাহতি ও নিরাপত্তা চান বিউটি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/07/photo-1438959415.jpg)
আলোচিত সাত খুন মামলার বাদী প্রয়াত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি স্বজনদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি করে আসামিদের অব্যাহতি চেয়েছেন। পাশাপাশি তিনি তাঁর পরিবারের নিরাপত্তাও দাবি করেন। এ সময় সন্ত্রাসীরা তাঁর পরিবারের কাছে ১২ কোটি টাকা চাঁদা দাবি করছে বলেও তিনি অভিযোগ করেন।
আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মিজমিজি এলাকায় বুকস গার্ডেনের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সেলিনা ইসলাম বিউটি। এ সময় তাঁর পাশে দেবর আবদুস সালাম উপস্থিত ছিলেন।
সেলিনা ইসলাম স্বামীর শূন্য আসনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচিত কাউন্সিলর। লিখিত বক্তব্য পাঠ করার পর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
সেলিনা ইসলাম বিউটি অভিযোগ করেন, সাত খুন মামলার অভিযোগ থেকে বাদ পড়া ইয়াছিন মিয়া ও আমিনুল হক রাজু ১৫ মাস পালিয়ে থেকে সম্প্রতি এলাকায় ফিরে এসেছেন। এর মধ্যে তিনি নিহত নজরুলের পরিবারের সদস্য এবং সাত খুন মামলার সাক্ষীদের বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা করেছেন। এমন পাল্টা মামলা করার উদ্দেশ্য সাত খুনের বিচারকাজ ব্যাহত করা। মামলায় আসামি করা হয়েছে নিহত নজরুলের ভাই আবদুস সালাম, শ্বশুর শহিদুল ইসলাম, দুই শ্যালক সাঈদুল ইসলাম ও মামুনকে। এঁদের মধ্যে মামুন ছাড়া অন্যরা সাত খুন মামলার সাক্ষী।
‘এসব মামলায় বলা হয়েছে, সাত খুন ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মৌচাক এলাকায় হাজি ইয়াসিন মিয়ার মালিকানাধীন পেট্রলপাম্পে এবং সিদ্ধিরগঞ্জে আমিনুল হক রাজুর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তারা জড়িত ছিল।’
সেলিনা ইসলাম দাবি করেন, ওই সময় তাঁরা লাশ দাফন নিয়ে ব্যস্ত ছিলেন। ওই ঘটনা ঘটিয়েছে বিক্ষুব্ধ জনতা।
সেলিনা ইসলাম বিউটি আরো দাবি করেন, সাত খুনের ঘটনায় পুনরায় তদন্ত করে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া আসামিদের অন্তর্ভুক্ত করতে হবে। ইয়াছিন ও রাজুর নেতৃত্বে প্রতিদিন প্রায় ৩০-৩৫ জন সন্ত্রাসী তাদের বাড়ির সামনে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে এবং ১২ কোটি টাকা চাঁদা দাবি করছে।